চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ হেরোইনসহ গ্রেফতার-১

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর যৌথ অভিযানে ৩ কেজি ৩০০ গ্রাম হেরোইন, নগদ ২ লাখ ৫০ হাজার টাকা এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত সরঞ্জামসহ একজনকে আটক করা হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ হেরোইনসহ গ্রেফতার-১

নিজস্ব প্রতিবেদন:চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর যৌথ অভিযানে ৩ কেজি ৩০০ গ্রাম হেরোইন, নগদ ২ লাখ ৫০ হাজার টাকা এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত সরঞ্জামসহ একজনকে আটক করা হয়েছে।

বুধবার (২৯ মে) সকাল ৭টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ফাটাপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। জেলা ডিএনসি কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক মোঃ ইলিয়াস হোসেন তালুকদার এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিজিবি ৫৩ ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল সহযোগিতা করে।

গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ সাখাওয়াত হোসেন ওরফে সাখ্খান (৩২), পিতা-আব্দুল কাইয়ুম, গ্রাম- কাটাপাড়া, পোস্ট-চরবাগডাঙ্গা, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর।

অভিযানের সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে ৩.৩ কেজি হেরোইন ছাড়াও পাওয়া যায় নগদ ২,৫০,০০০ টাকা, একটি সিলার মেশিন এবং হেরোইন পরিমাপক যন্ত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, পলাতক দুই সহযোগী মোঃ আব্দুল্লাহ ওরফে আব্দুল (৩৫) এবং মোঃ জুয়েল রানা (৩৪) এর সহযোগিতায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে।

ঘটনার বিষয়ে বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ ডিএনসি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। সেখানে জানানো হয়,আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

ডিএনসি সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জে মাদক নির্মূলে নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান রোধে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ তৎপরতা আরও জোরদার করা হবে।