চাঁপাইনবাবগঞ্জে দুস্থ রোগী ও ছাত্র ছাত্রীর মাঝে চেক বিতরণ

৬৫ জন দুস্থ রোগী ও ছাত্রছাত্রীর মধ্যে ২ লাখ ৩৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়

চাঁপাইনবাবগঞ্জে দুস্থ রোগী ও ছাত্র ছাত্রীর মাঝে চেক বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে বুধবার বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুকুলে ২০২২-২৩ অর্থবছরে বরাদ্দকৃত এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এ চেক বিতরণের আয়োজন করে। এদিন ৬৫ জন দুস্থ রোগী ও ছাত্রছাত্রীর মধ্যে ২ লাখ ৩৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমসন্ত্রী শেখ হাসিনা দেশের অসহায় দুস্থ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রায় ৫ হাজার ভূমিহীন ও গৃহহীন মানুষকে সেমিপাকা বাড়ি নির্মাণ করে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহীতা, মাতৃত্বকালীন ভাতা দিচ্ছেন, দেশের সূর্যসন্তানদের ২০ হাজার টাকা করে সম্মানী ভাতা দিচ্ছেন। এরকম অনেক ভাতা দিচ্ছেন। দরিদ্র মানুষকে ভিজিএফ ভিজিডি কার্ডের মাধ্যমে চাল দিচ্ছেন। এসময় তিনি দেশের মেগা প্রকল্প পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল, এক্সপ্রেসওয়েসহ অন্যান্য প্রকল্পের সুফলের কথাও তুলে ধরেন।

এতে আলোচনা করেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম। এসময় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুম উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চলানা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের রেজিস্ট্রেশন কর্মকর্তা ফিরোজ কবির।