চাঁপাইনবাবগঞ্জে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত

৩৫০ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে সেরা ১০ জনের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন প্রধান অতিথি আব্দুল ওদুদ এমপি

চাঁপাইনবাবগঞ্জে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন কলেজ ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে রবিবার বেলা ১১ টায় নবাবগঞ্জ সিটি কলেজে এ অলিম্পিয়াড হয়।

সুশাসনের জন্য নাগরিক, সুজন এর জেলা সভাপতি আসলাম কবিরের সভাপতিত্বে অলিম্পিয়াডে প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল ওদুদ। দি হাঙ্গার প্রজেক্ট পরিচালিত 'ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা'র প্রকল্প ব্যবস্থাপক দিলিপ কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিটি কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকি, সুশাসনের জন্য নাগরিক, সুজন রাজশাহী জেলা সম্পাদক মাহমুদুল হাসান মাসুদ, সুশাসনের জন্য নাগরিক, সুজন চাঁপাইনবাবগঞ্জ জেলা সম্পাদক মনোয়ার হোসেন জুয়েলসহ অন্যরা।

ছাত্র-ছাত্রীদের গণতন্ত্র, সংবিধান, ভোটাধিকার, সুশাসন এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে এ গণতন্ত্র অলিম্পিয়াডের আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ। সারাদেশের ৪৫টি সংসদীয় আসনে এ কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠান শুরুর আগে সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে 'গণতন্ত্র, সংবিধান, ভোটাধিকার, সুশাসন এবং নাগরিক অধিকার' বিষয়ে পরিক্ষা অনুষ্ঠিত হয়।

৩৫০ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে সেরা ১০ জনের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন প্রধান অতিথি আব্দুল ওদুদ এমপি।