গোমস্তাপুরে বিনামূল্যে গম বীজ ও বিভিন্ন উপকরণ বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২০২৫-২০২৬ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গম বীজ ও বিভিন্ন উপকরণ বিতরণ এর শুভ উদ্বোধন

গোমস্তাপুরে বিনামূল্যে গম বীজ ও বিভিন্ন উপকরণ বিতরণ

গোমস্তাপুর প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২০২৫-২০২৬ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গম বীজ ও বিভিন্ন উপকরণ বিতরণ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর)সকাল‌ দশটায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী ও কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন,এ সময় আরো উপস্থিত ছিলেন,কৃষি সম্প্রসারন উপজেলা এলজিডিই অফিসার আছহাবুর রহমান,উপজেলা প্রানী সম্পদ অফিসার ওয়াসিম আকরাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা, ইব্রাহিম খলিল, মিঠুন কুমার, ও উপকারভোগী কৃষকরা।

উল্লেখ্য উপজেলা ৭৫ জন কৃষক পাবে বীজ-২০ কেজি,ইউরিয়া-৩৫ কেজি,টিএসপি-২০ কেজি, এমওপি-১৮ কেজি,জিপসাম-১৭ কেজি,জিংক সালফেট-১কেজি, বোরণ-১ কেজি, বীজ সংরক্ষণের ড্রাম-০৩টি,সাইনবোর্ড-১টি।