চাঁপাইনবাবগঞ্জে যুব মহিলা লীগের নেত্রী জুঁই গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ পৌর যুব মহিলা লীগের সভাপতি বিস্ফোরক মামলায় গ্রেফতার করেছে পুলিশ
নিজস্ব প্রতিবেদন:চাঁপাইনবাবগঞ্জ পৌর যুব মহিলা লীগের সভাপতি জুঁই আক্তারকে (৪০) বিস্ফোরক মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন,সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের হুজরাপুর মহল্লার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশের একটি দল।
গ্রেফতার জুঁই আক্তার চাঁপাইনববাবগঞ্জ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের স্ত্রী।
পুলিশ জানিয়েছে,তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. ইউসুফের দণ্ডবিধি ও বিস্ফোরক উপাদানাবলি আইনে দায়ের করা মামলার তদন্তে প্রাপ্ত আসামী।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন বলেন,মঙ্গলবার বিকেলে জুঁই আক্তারকে আদালতে পাঠানো হয়েছে।