স্কাউটের ডে ক্যাম্প ও কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ
গরিব মেধাবী ছাত্র ছাত্রীদের হতাশ হবার কিছু নেই তোমাদের পাশে সবসময় ইউএসএ মাদারল্যান্ড চ্যারিটেবল ফাউন্ডেশন আছে
চাঁপাইনবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ে স্কাউটের ডে ক্যাম্প ও বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দিনব্যাপী ডে ক্যাম্প ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএসএ মাদারল্যান্ড চ্যারিটেবল ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ নুরুজ্জামান।
জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হাকিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেনÑ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা আদর্শ স্কুলের কো-অপ্ট সদস্য মো. আব্দুল হান্নান, রেড ক্রিসেন্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির নির্বাহী সদস্য সৈয়দ হাসান মাহমুদ সান্টু।
অনুষ্ঠানে প্রধান অতিথি সৈয়দ নুরুজ্জামান তার বক্তব্যে শিক্ষার্থীদের বলেন, শিক্ষা জাতির মেরুদ-। শিক্ষা মানুষকে বিনয়ী ও মানবিক হতে শেখায়। তোমরা আজ শিক্ষার্থী, আগামীতে তোমরাই জাতির হাল ধরবে। তোমরা তোমাদের মেধা, দক্ষতা ও যোগ্যতা দিয়ে আগামীতে দেশ ও জাতির স্বার্থে কাজ করবে। তিনি বলেন, এ বিদ্যালয়ের গরিব মেধাবী ছাত্র-ছাত্রীদের হতাশ হবার কিছু নেই। তোমাদের পাশে সবসময় ইউএসএ মাদারল্যান্ড চ্যারিটেবল ফাউন্ডেশন আছে। ভালো রেজাল্ট করলে অবশ্যই তোমাদের শিক্ষা বৃত্তি ও সহায়তা প্রদান করা হবে।