চাঁপাইনবাবগঞ্জের বারোঘরিয়া ইউনিয়নে বিট পুলিশিং সভা

সন্ত্রাস জঙ্গীবাদ মাদক ইভটিজিং বাল্য বিবাহ যৌতুক গরু চুরি ও অনান্য চুরি প্রতিরোধে এই সভা অনুষ্ঠিত হয়

চাঁপাইনবাবগঞ্জের বারোঘরিয়া ইউনিয়নে বিট পুলিশিং সভা

চাঁপাইনবাবগঞ্জের বারোঘরিয়া ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে 

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া বাজারস্থত মাঠে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সন্ত্রাস,জঙ্গীবাদ,মাদক,ইভটিজিং,বাল্য বিবাহ,যৌতুক,গরু চুরি ও অনান্য চুরি প্রতিরোধে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বারোঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান। এছাড়া সাব-ইন্সপেক্টর (এসআই) মাহবুব রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বারোঘরিয়া মেস মালিক সমিতির সভাপতি ও বিশিষ্ঠ ব্যাবসায়ী আলহাজ্ব আল-আমিন, সাধারন সম্পাদক শাহ আলম, প্যানেল চেয়ারম্যান হারেজ আলী, ০৬নং ওয়ার্ডের সদস্য সবুজ আলীসহ আরোও অনেকে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মিন্টু রহমান সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, যৌতুক, গরু চুরি ও অনান্য চুরি প্রতিরোধে পুলিশকে তথ্য দিয়ে সহায়তার আহবান জানান।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়।