চাঁপাইনবাবগঞ্জে বেলেপুকুরবাসী জলাবদ্ধতায় ভোগান্তি

প্রতিবছর বর্ষার সময় আমরা জলাবদ্ধতায় বেলেপুকুর মহল্লাবাসী একাংশের বাসিন্দারা চরম ভোগান্তি

চাঁপাইনবাবগঞ্জে বেলেপুকুরবাসী জলাবদ্ধতায় ভোগান্তি

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বেলেপুকুর মহল্লাবাসী একাংশের বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন। গত কয়েকদিনের ভারী বর্ষণে অক্ট্রয় মোড় হতে শাহ নেয়ামতুল্লাহ কলেজ সংলগ্ন এলাকায় জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। অনেকের বাড়িঘর নিমজ্জিত হয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রতিবার ভারী বর্ষণের পর এমনটা হয় বলে জানা গেছে।

বেলপুকুর মহল্লার সেফাতুল ইসলাম নামে এক ব্যক্তি বলেন, দীর্ঘ ২০ থেকে ২২ বছর যাবৎ বেলেপুকুরে বসবাস করছি। প্রতিবছর বর্ষার সময় আমরা জলাবদ্ধতায় আটকে পড়ি। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

জানা গেছে, অক্ট্রয় মোড় সংলগ্ন গেটলক বাস কাউন্টারের বিপরীত দিকে পৌরসভার ড্রেনের সংযোগস্থল নষ্ট হয়ে ড্রেনের পানি পুকুর পড়ে। একদিকে ড্রেনের পানি অন্যদিকে বৃষ্টি সবমিলিয়ে এলাকাটিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বাসিন্দাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। এমন অবস্থায় সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ শনিবার এলাকাটি পরিদর্শন করে সমস্যা নিরসনে এলাকাবাসীকে আশ্বাস প্রদান করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিল রাজু আহমেদ জানান, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের এমপি আব্দুল ওদুদ মহোদয় পাইপ ড্রেনটি রিপিয়ারিং এবং পরিষ্কার করার জন্য ব্যক্তিগত তহবিল হতে দেড় লাখ টাকার বাজেট ঘোষণা করেছেন। পৌরসভার কর্মচারীদের দিয়ে আগামী সোমবার (আগামীকাল) থেকে অক্ট্রয় মোড় থেকে শেহালা কলোনি পর্যন্ত পাইপ ড্রেনটি পরিষ্কার করার কার্যক্রম শুরু হবে।