মহারাজপুরে রাস্তা মেরামত কাজের উদ্বোধন করেন আব্দুল ওদুদ
রামভদ্রপুর কবিরাজ পাড়া জালালের বাড়ি ভায়া সুকুরুদদ্দীনের বাড়ী-চকটোলা লতিফের বাড়ী পর্যন্ত ইউনিব্লক দ্বারা মেরামত করণ কাজের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর রামভদ্রপুর কবিরাজ পাড়া জালালের বাড়ি ভায়া সুকুরুদদ্দীনের বাড়ী-চকটোলা লতিফের বাড়ী পর্যন্ত ইউনিব্লক দ্বারা মেরামত করণ কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে এ কাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবঞ্জ-৩(সদর) আসনের সংসদ সদস্য ও অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ।
এসময় মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ ইসলাম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রামানিকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
৫৩০ মিটার দৈর্ঘ্য এই রাস্তাটির মেরামত ব্যয় ধরা হয়েছে ৩৪ লাখ ৩৯ হাজার ৫৭০ টাকা। রাস্তাটি মেরামত করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ।