চাঁপাইনবাবগঞ্জে চালু হলো ঢালারচর নতুন একটি ট্রেন

ট্রেনটি নাম রাখা হয়েছে ঢালারচর এক্সপ্রেস

চাঁপাইনবাবগঞ্জে চালু হলো ঢালারচর নতুন একটি ট্রেন

চাঁপাইনবাবগঞ্জ হতে পাবনার ঢালারচর পর্যন্ত নতুন একটি ট্রেন চালু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন হতে ১৭২ জন যাত্রী নিয়ে ট্রেনটি ছেড়ে গেছে।

স্টেশন মাস্টার ওবাইদুল্লাহ জানান,ট্রেনটি ঢালারচর থেকে ছেড়ে চাঁপাইনবাবগঞ্জে এসে পৌঁছাবে বেলা ১১টা ৫০ মিনিটে এবং মঙ্গলবার ছাড়া প্রতিদিন বিকেল সাড়ে ৩টায় ঢালারচরের উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে যাবে। ঢালারচর পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে শোভন ১৬৫ টাকা এবং শোভন সাধারণ ১৩৫ টাকা। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর ভাড়া শোভন ৬৫ টাকা ও সাধারণ ৫৫ টাকা। ট্রেনটি নাম রাখা হয়েছে ঢালারচর এক্সপ্রেস।

এদিকে ট্রেনটি চালু উপলক্ষে সংসদ সদস্য আব্দুল ওদুদ রেলস্টেশন পরির্দশন করেন। এসময় তিনি জানান, গত উপনির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলাম পাবনা ঢালারচর পর্যন্ত ট্রেনটি চালু করব, আজ ট্রেনটি চালু হওয়ায় সেই প্রতিশ্রুতি রক্ষা হলো।