শোক দিবস উপলক্ষে এরফান গ্রুপের বিধবা,বয়স্ক ও প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহায়তা ও খাবার প্রদান
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্বপরিবারে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল
জাতীয় শোক দিবস উপলক্ষে মহান স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্বপরিবারে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল এবং বিধবা,বয়স্ক ও প্রতিবন্ধীদের মাঝে এরফান গ্রুপের নিজস্ব অর্থায়নে ৬০০ মানুষের মাঝে ১ হাজার টাকা করে আর্থিক সহায়তা ও খাবার প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের এরফান আলীর বাসার পিছনে এসব আর্থিক সহায়তা ও খাবার বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, এরফান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি মোঃ এরফান আলী।
এসময় উপস্থিত ছিলেন, এরফান গ্রুপের জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম, এডমিন রেজাউল করিম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর ইফতেখার রঞ্জু, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি নাসরুম মিনাল্লাহ বাচ্চু, শেখ রাসেল স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক সারোয়ার জাহান, পৌর যুবলীগের সহসম্পাদক মোঃ শামীম আহমেদ, সদর উপজেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সেলিম রেজা,মহাডাঙ্গা পান্না বিলের সভাপতি তারেক আহমেদ, সম্পাদক রেদওয়ান রশিদ সোহেল, বালিয়াডাঙ্গা ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুল হক তুহিন, মোঃ সনিসহ অন্যান্য।