দাবি আদায়ে চাঁপাইনবাবগঞ্জে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি,প্রকৌশল সেক্টরে বৈষম্য দূরীকরণ,অসম কমিটি প্রভাখ্যান’বাতিল এবং ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক তিন দফা দাবি প্রত্যাখ্যানের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে।

দাবি আদায়ে চাঁপাইনবাবগঞ্জে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি,প্রকৌশল সেক্টরে বৈষম্য দূরীকরণ,অসম কমিটি প্রভাখ্যান’বাতিল এবং ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক তিন দফা দাবি প্রত্যাখ্যানের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে।

বুধবার সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের বারঘোরিয়া মহানন্দা সেতুর ওপর সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়। প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধের কারণে ব্রিজের দুই প্রান্তে তিন থেকে চার কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা সংগ্রহ পরিষদের যুগ্ম সম্পাদক আব্দুর রাহিম, ইলেকট্রিক্যাল টেকনোলজির প্রতিনিধি মাহাবুব রানা সজিব, রিপন আলী, আপেল মাহমুদ, আল মামুন ও রিফাতসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষা করা হচ্ছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বৈষম্য নিরসন না হলে এবং অযৌক্তিক দাবি প্রত্যাহার না করা হলে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।