চাঁপাইনবাবগঞ্জে পুস্তক প্রদর্শনী ও বিক্রয় উৎসব
পড়িলে বই আলোকিত হই না পড়িলে বই অন্ধকারে রই এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে পুস্তক প্রদর্শনী ও বিক্রয় উৎসব ২০২৬ এর উদ্বোধন করা হয়।

বদিউজ্জামান রাজাবাবু স্টাফ রিপোর্টার:পড়িলে বই আলোকিত হই না পড়িলে বই অন্ধকারে রই এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে পুস্তক প্রদর্শনী ও বিক্রয় উৎসব ২০২৬ এর উদ্বোধন করা হয়।
বুধবার (২১ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টার সময় কালেক্টরেট ইংলিশ স্কুলে জেলা শিশু একাডেমী' র আয়োজনে পুস্তক প্রদর্শনী ও বিক্রয় উৎসবন ২০২৬ এর উদ্বোধন করেন কালেক্টরেট ইংলিশ স্কুলের ভাইস প্রিন্সিপাল মোঃ সাদিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: মোন্নাফ আলী, শিশু একাডেমীর
আবৃতি প্রশিক্ষক কাব্য মোল্লাহ্ল, কালেক্টরেট ইংলিশ স্কুলের সহকারী শিক্ষক মো: রবিউল আলমসহ অনান্য শিক্ষক, ছাত্র ছাত্রী ও অভিভাবকবৃন্দ।
১ দিন ব্যাপি এই বই উৎসবে ২০-৫০০ টাকার মদ্ধে প্রায় ৪০টির মতো বই পাওয়া যাচ্ছে, পর্যায়ক্রমে জেলার বিভিন্ন স্কুলে পুস্তক প্রদর্শনী ও বিক্রয় উৎসব অনুষ্ঠিত হবে বলে শিশু একাডেমীর কতৃপক্ষ জানান।




