চাঁপাইনবাবগঞ্জে ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেল উদ্ধার করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জে ককটেল উদ্ধার

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জে একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৫টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিমগাছী-সরকারপাড়ার একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন,স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ককটেলগুলো উদ্ধার করে নিয়ে আসে। ককটেলগুলো কে বা কারা কি উদ্দেশ্যে রেখেছে তা নিশ্চিত নয় পুলিশ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।