চাঁপাইনবাবগঞ্জ জেলা জুড়ে প্রতিমা তৈরী হচ্ছে ১৬০টি পূজা মন্ডপে

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসব। ক্ষণগণনায় আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে উৎসব দূর্গাপূজা। এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন মন্দিরগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি।

চাঁপাইনবাবগঞ্জ জেলা জুড়ে প্রতিমা তৈরী হচ্ছে ১৬০টি পূজা মন্ডপে

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসব। ক্ষণগণনায় আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে উৎসব দূর্গাপূজা। এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন মন্দিরগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি। আর সেই সাথে শিল্পীরা প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পার করছেন। তবে, আয়োজকদের প্রত্যাশা জাকজমকপূর্ণ পূজা আয়োজনের। শাস্ত্রীয় মতে, এবার মা দূর্গা আসছেন গজে চড়ে এবং গম করবেন দোলায়।

শারদীয় দূর্গাপূজা সনাতন সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব। আর এ উৎসবকে ঘিরে তোড়জোড়ের শেষ নেই প্রতিমা ও আলোকসজ্জাসহ সংশ্লিষ্টদের মধ্যে। এবার জেলা জুড়ে প্রতিমা তৈরী হচ্ছে ১৬০টি পূজা মন্ডপে।

জেলা শহরের শিবতলার চরজোতপ্রতাপ দূর্গামাতা ঠাকুরাণী মন্দির, হুজরাপুরের পশ্চিমাপাড়া মন্দির, হুজরাপুরের গুড়িপাড়া কালিমন্দির, বড় ইন্দারার প্রতাপ চন্দ্র দাস দেবোত্তর দূর্গা মন্দির, বারোঘরিয়া বাইশপুতুল দূর্গা মন্দিরসহ বেশ কয়েকটি পূজা মণ্ডপ ঘুরে দেখা যায়, বেশিরভাগ মণ্ডপগুলোতে প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে। আর ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা। তাই হাতে একদমই সময় নেই প্রতিমা শিল্পীরা। তারা সকাল থেকে রাত অবধি পরিশ্রম করে চলেছেন।

এরপর শিল্পীর নিপুণ হাতের তুলির ছোঁয়ায় স্পষ্ট হয়ে উঠবে প্রতিমার মূল অবয়ব। চরজোত প্রতাপ দূর্গা মাতা ঠাকুরানী মন্দির কমিটির সভাপতি বাসুদেব নন্দী, হুজরাপুর পশ্চিমাপাড়া মন্দির কমিটির সভাপতি অর্জুন চৌধুরী ও গুড়িপাড়া কালিমন্দির কমিটির উপদেষ্টা অপূর্ব সরকার জানান, এখন মাটির কাজ চলছে, দু’ মাটির প্রলেপ কাজ শেষ করে রঙের কাজ শেষ হবে। সম্প্রীতির দেশ বাংলাদেশ। সম্প্রীতির এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পূজা উদযাপন অনুষ্ঠিত হব্। প্রতিমা তৈরীর শিল্পী প্রদীপ পাল জানান, প্রতিমা তৈরীর কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে।

প্রতি প্রতিমার আকার ও সাজসজ্জার উপর নির্ভর করে পারিশ্রমিক নির্ধারণ করা হয়। লাবু পাল নামে আরেক শিল্পী জানান, ভিন্ন ভিন্ন চুক্তিতে প্রতিমা তৈরী করা হচ্ছে। প্রতিমা তৈরীতে দম ফেলার ফুরসত সময় নেই। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত আমাদের বাংলাদেশ। সকল সম্প্রদায়ের মানুষ এক সঙ্গে মিলে জেলায় শারদীয় উৎসবের আনন্দ উপভোগ করবো।

এবারও জাকজমকপূর্ণভাবে পালন করার চেষ্টা করা হবে। এছাড়া প্রতিটি মন্ডপগুলোতে সিসি ক্যামেরা বসানো হয়েছে। আনসার সদস্যদের পাশাপাশি আইন শৃংখলাবাহিনীর সদস্যদের নজরদারি থাকবে। এছাড়াও স্ব স্ব মন্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক দল দায়িত্ব পালন করবে।