শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস নিয়ে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

১৬ ডিসেম্বর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন করা হবে

শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস নিয়ে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

চাঁপাইনবাবগঞ্জে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাবে জেলা প্রশাসন। এছাড়া ১৬ ডিসেম্বর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন করা হবে।

মঙ্গলবার সকালে দিবস দুটিকে সামনে রেখে জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভায় এমন সিদ্ধান্ত হয়।

বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- পুলিশ সুপার হিসেবে সদ্য পদোন্নতিপ্রাপ্ত চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবুল কালাম সাহিদ, বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলম, জেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেছের আলী, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপরিচালক কৃষিবিদ মাহমুদার রশিদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলমসহ অন্যরা।

সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনসহ অন্যান্য কর্মসূচি এবং মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে কর্মসূচি গ্রহণ করা হয়। তবে বিস্তারিত কর্মসূচি পরে জানানো হবে বলে সভায় জানানো হয়।

সভায় মুক্তিযোদ্ধা, সরকারি দপ্তরগুলোর কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানান উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও।