চাঁপাইনবাবগঞ্জে লালন সাঁইয়ের তিরোধান দিবস উদযাপন

আলোচনাসভা এবং সংগীত পরিবেশনের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উদযাপন করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে লালন সাঁইয়ের তিরোধান দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ আলোচনাসভা এবং সংগীত পরিবেশনের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উদযাপন করা হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে জেলা প্রশাসন এবং জেলা শিল্পকলা একাডেমি যৌথভাবে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা কালচালার অফিসার শাহাদত হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. বিপ্লক কুমার মজুমদার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন এবং চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাব সভাপতি গোলাম মোস্তফা মন্টু।

বক্তারা লালন ফকিরের জীবন এবং কর্ম নিয়ে আলোচনা করেন। তারা বলেন, লালনের কর্ম নিয়ে আরো অনেক কাজ করা প্রয়োজন। তিনি বাংলা সাংস্কৃতিক অঙ্গনে নিজস্ব আলাদা স্থান করে নিয়েছেন।