চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজ ৩ মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করলো সদর মডেল থানা পুলিশ 

চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ তিন শিশুকে উদ্ধার করেছে পুলিশ

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজ ৩ মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করলো সদর মডেল থানা পুলিশ 

বদিউজ্জামান রাজাবাবু স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ তিন শিশুকে উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে সদর উপজেলার বারঘরিয়ায় একটি পার্ক থেকে তাদের উদ্ধার করা হয়। ওই শিশু শিক্ষার্থীর দাবি, অতিরিক্ত পড়ার চাপে মাদ্রাসায় না গিয়ে নিখোঁজ হয় তারা।

ওই তিন শিশু হলো সদর উপজেলার নারায়ণপুর ইউপির সাতরশিয়া গ্রামের শাহলালের ছেলে শাহীন আলী (১৩), আজিজুল ইসলামের ছেলে মো. আবদুল্লাহ (১২) ও কুড়হান আলীর ছেলে মো. আরাফাত (১২)।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) এস এম নুরুল কাদির সৈকত জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে বারঘরিয়া দৃষ্টিনন্দন পার্কে একটি ইসলামি অনুষ্ঠান থেকে তাদের উদ্ধার করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে শিশুদের পরিবারের সদস্যদের জিম্মায় দেওয়া হয়।

ওসি তদন্ত আরও জানান, গত রোববার তারা মাদ্রাসার উদ্দেশে বাড়ি থেকে বের হয় শাহীন, আবদুল্লাহ ও আরাফাত। ওই দিন রাতে সদর উপজেলার মহারাজপুর ইউপির ডাইংপাড়া এলাকায় শাহীন আলীর নানার বাড়িতে অবস্থান করে তারা। এরপর গত সোমবার বিকেলে সেখান থেকে বের হয়ে নিখোঁজ হয়। তিন দিন তারা শহরের বিভিন্ন মসজিদ রাত কাটানোর পাশাপাশি বিভিন্ন স্থানে ‘ইসলামি জলসা’ শুনে বেড়ায়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, ‘অতিরিক্ত পড়ার চাপে’ কারণে মাদ্রাসা ছেড়ে নিখোঁজ হয়েছিল তারা।