চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধে উঠান বৈঠক
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে, নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানি, ধর্ষণ, যৌতুক ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে, নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানি, ধর্ষণ, যৌতুক ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কল্যাণী মহিলা সমিতি এ বৈঠক আয়োজন করে।
গ্রিনভিউ স্কুলের সামনে সমিতির মর্জিনা হক মিলনায়তনে অনুষ্ঠিত উঠান বৈঠকে অংশ নেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এলাকার বিভিন্ন মহল্লা থেকে আগত ৩০ জন নারী।
নারী কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক ফারুকা বেগমের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন— সমিতির সিনিয়র সদস্য মানসুরা, শামীমা আখতার জাহান, অ্যাডভোকেট আঞ্জুমান আরা, তাজকেরা খাতুন ও মহিলা বিষয়ক প্রশিক্ষক নিলুফার ইয়াসমিন।
বৈঠকে যৌতুক, বাল্যবিয়ের কুফল, নারী ও শিশু নির্যাতন, মানবপাচার, ধর্ষণ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।




