সরকারি গাড়িচালকদের ৯ দাবি প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান

৯ দফা দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান

সরকারি গাড়িচালকদের ৯ দাবি প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :বৈষম্যমুক্ত নবম জাতীয় পে-কমিশন গঠনসহ ৯ দফা দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। সোমবার সকালে সরকারি গাড়িচালকরা জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের হাতে স্মারকলিপিটি তুলে দেন।

এসময় বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, সড়ক ও জনপথ বিভাগের গাড়িচালক মো. মতিউর রহমান, মো. তৌহিদসহ জেলার বিভিন্ন সরকারি অফিসের গাড়িচালকগণ উপস্থিত ছিলেন।

গাড়িচালকদের ৯ দফা দাবির মধ্যে রয়েছে- বৈষম্যমুক্ত নবম জাতীয় পে-কমিশন গঠন, পে-কমিশনে বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি রাখা, বেতন স্কেলের বৈষম্য নিরসনে দশ ধাপে যৌক্তিক ব্যবধানে নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। পে-স্কেলে প্রত্যাহারকৃত ভেহিকেলসহ ৩টি টাইম স্কেল, সিলেকশন গ্রেডসহ বেতন জ্যেষ্ঠতা পুনর্বহাল করা, পে-স্কেল বাস্তবায়নের পূর্ব পর্যন্ত ৪০% মহার্ঘ ভাতা প্রজাতন্ত্রের সকল কর্মচারীকে প্রদান করা, সরকারি গাড়িচালক পদটি কারিগরি পদ হিসেবে ঘোষণা করা, সরকারি গাড়িচালক পদের নাম পরিবর্তন করে ‘মটর ট্রান্সপোর্ট অপারেটর’ করা, সরকারি গাড়িচালক পদটি ব্লক পোস্ট বাতিলপূর্বক যোগ্যতা অনুযায়ী পদোন্নতির ব্যবস্থা করা, সরকারি গাড়িচালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন পদ্ধতি সহজীকরণ, সরকারি গাড়িচালক সমিতি কেন্দ্রীয় কার্যালয় ও ট্রেনিং ইনস্টিটিউট ভবনসহ ঢাকায় স্থায়ী জায়গা বরাদ্দ, গাড়িচালকদের অধিকাল ভাতার ঘণ্টা নিরূপণ মহামান্য হাইকোর্টের ন্যয় করা, গাড়িচালকদের ঝুঁকিভাতা ও রেশন ব্যবস্থা চালু, ঝুঁকি ভাতা প্রদান, আউটসোর্সিং প্রথা বাতিলপূর্বক স্থায়ী সকল সরকারি গাড়িচালক শূন্যপদে অবিলম্বে নিয়োগ প্রদান করতে হবে।