চাঁপাইনবাবগঞ্জে জেলা পর্যায়ে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু
জেলা পর্যায়ে শুরু হয়েছে ৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু পুরাতন স্টেডিয়ামে বেলুন উড়িয়ে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক
চাঁপাইনবাবগঞ্জে জেলাপর্যায়ে শুরু হয়েছে ৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার জমজমাট আসর। বৃহস্পতিবার সকালে পুরাতন স্টেডিয়ামে বেলুন উড়িয়ে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
এ উপলক্ষে স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থী খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করে জেলা প্রশাসক বলেন- প্রতিটি খেলায় হার-জিত আছে, তাই সহনশীল মনোভাব নিয়ে খেলতে হবে। একে অন্যের প্রতি উদারতা দেখাতে হবে। তিনি বলেন- খেলাধুলা শারীরিক বিকাশের সঙ্গে মানসিক বিকাশ ঘটায়। শরীর ও মন ভালো থাকে, যে কোনো খারাপ কাজ থেকে দূরে রাখে। তাই তোমরা নিয়মিত যে খেলায় পারদর্শী সে খেলাটাই চর্চা করবে। এছাড়া তোমরা মাদক থেকে দূরে থাকবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবুল কালাম সাহিদ, জেলা শিক্ষা অফিসার মো. আব্দুর রশিদ। এসময় জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও ক্রীড়া শিক্ষক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুলসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, দাবা ও সাঁতার প্রতিযোগিতায় সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাটে উপজেলা পর্যায়ে বিজয়ী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বালক-বালিকারা অংশ নিচ্ছেন। আগামীকাল শনিবার চূড়ান্ত খেলা শেষে পুরস্কার বিতরণ করা হবে। জেলা শিক্ষা অফিস এই প্রতিযোগিতার আয়োজন করেছে।