চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত 

চাঁপাইনবাবগঞ্জে আরও ১১ জন নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বৃহস্পতিবার সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত 

চাঁপাইনবাবগঞ্জে আরও ১১ জন নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১ জন পুরুষ ও ৫ জন নারীসহ ৬ জন, শিবগঞ্জে ২ জন নারী ও ২ জন পুরুষসহ ৪ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন পুরুষের দেহে ডেঙ্গু জ্বর শনাক্ত হয়।

বৃহস্পতিবার সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৫৩ জন এবং একই সময়ে ছাড়পত্র দেয়া হয়েছে ৪২৮ জনকে। এর মধ্যে বৃহস্পতিবার ৯ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ছাড়পত্রপ্রাপ্তদের মধ্যে ৩৪৯ জন পুরুষ এবং ৭৯ জন নারী রয়েছেন।

বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে বিভিন্ন বয়সের ৮ নারীসহ ১৩ জন, শিবগঞ্জে ৪ নারী ও ৩ জন পুরুষ এবং নাচোলে ১ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন পুরুষ রোগীসহ জেলায় ভর্তি রয়েছেন ২৫ ডেঙ্গু জন রোগী।

নতুন করে আক্রান্তদের মধ্যে ১ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর, ১ জনের বারঘরিয়া, ১ জনের দেবীনগরের হানাফিটোলা, ১ জনের বাড়ি ইসলামপুর, ১ জনের বাড়ি শিবগঞ্জের তারাপুর, ১ জনের আড়গাড়া, ১ জনের শিবগঞ্জ, ১ জনের কিরনগঞ্জ, ১ জনের কালুপুর, ১ জনের শ্যামপুর মিয়াপাড়া, ১ জনের বাড়ি ভোলাহাটের টিএলসিএ।