চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ একজন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ থেকে গাঁজাসহ মাদক কারবারি তৌহিদুল ইসলাম ভাসাইকে গ্রেফতার করেছে র‌্যাব-৫

চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ একজন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ থেকে ২৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি তৌহিদুল ইসলাম ভাসাই (৩৮) কে গ্রেফতার করেছে র‌্যাব-৫। এ সময় মাদক বহনের জন্য ব্যবহৃত ৩টি মোটরসাইকেল এবং ২টি মোবাইল জব্দ করা হয়।

র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে রাত তিনটার দিকে র‌্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল জেলার সদর থানাধীন আমনুরা ইউনিয়নের অন্তর্গত কন্দুল মোড় পাইকড় গাছের নিচে আমনুরা টু গোদাগাড়ী পাকা রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তাকে গ্রেফতার করা হয়।

ধৃত মোটরসাইকেলের পেছনের সিটে একটি বড় সাদা প্লাস্টিকের বস্তার মধ্যে কালো পলিথিনে মোড়ানো গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।