চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ হেরোইনসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি যৌথ অভিযানে হেরোইন ও ওয়ানশুটার গান উদ্ধার
নিজস্ব প্রতিবেদ:চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি যৌথ অভিযানে ১১ কেজি ২৯০ গ্রাম হেরোইন ও ১টি ওয়ানশুটার গান উদ্ধার করেছে সেনাবাহিনী ও র্যাব। তবে এসব ঘটনায় কেউ আটক হয়নি।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও র্যাবের যৌথ দল বুধবার রাত সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের হুজরাপুর কাজিপাড়া এলাকায় মহানন্দা নদীর পাড়ে অভিযান চালায়। এসময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা তাদের হাতে থাকা ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০ কেজি ৭০০ গ্রাম হেরোইন পাওয়া যায়।
পরে রাত সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রেহাইচর এলাকায় মহানন্দা নদীর পাড়ে অভিযান চালায় সেনাবাহিনী ও র্যাবের যৌথ দল। এসময় যৌথ দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ১টি ওয়ানশুটার গান ও ৫৯০ গ্রাম হেরোইন ফেলে পালিয়ে যায়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় এই দুই ঘটনায় সাধারণ ডায়রি করা হয়েছে।