চাঁপাইনবাবগঞ্জের ইসলামপুর ইউনিয়নে কৃষক সমাবেশ
সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারাদেশে ৩ মাস ব্যাপী চলা ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

মোঃসামিরুল ইসলাম গোমস্তাপুর প্রতিনিধিঃ বাংলাদেশর সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারাদেশে ৩ মাস ব্যাপী চলা ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৬জানুয়ারি) বিকেল তিনটায় ইউনিয়নের ইসলামপুর চাটাইডুবী আলিম মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মহুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ সভায়, প্রধান অতিথির বক্তব্য দেন জেলা কৃষক দলের আহবায়ক তসিকুল ইসলাম তোসি।
বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন,আলমগীর কবির সদস্য চাঁপাইনবাবগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দল, মামুনুর রশীদ মামুন সদস্য সচিব চাঁপাইনবাবগঞ্জ পৌর স্বেচ্ছাসেব দল, আ ক ম সায়াদুল আলম পলাস আহবায়ক চাঁপাইনবাবগঞ্জ সদর কৃষক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে উপস্থিত জন সাধারণের বিভিন্ন সমস্যার কথা শুনেন নেতারা ও সমাধানের জন্য দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের লিফলেট বিতরণ করেন।