চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা
সঠিক সময়ে স্ব স্ব দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদের মরহুম মইনুদ্দীন মন্ডল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সঠিক সময়ে স্ব স্ব দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন। এ সভায় তিনি সভাপতিত্ব করেন।
রুহুল আমিন বলেন- আমি যখন উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলাম তখনো শ্রেষ্ঠ উপজেলা হয়েছিল চাঁপাইনবাবগঞ্জ সদর। এবার রাজশাহী বিভাগীয় পর্যায়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এ অর্জন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ কর্মকর্তা-কর্মচারী ও জেলা পরিষদের নির্বাচিত সদস্যদের অর্জন। এ অর্জনকে ধরে রাখতে হবে। আর ধরে রাখতে হলে জনসাধরণকে হয়রানিমুক্তভাবে সেবা দিতে হবে। পাশাপাশি জেলা পরিষদের উন্নয়নমূলক কাজগুলো অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে সম্পাদন করতে হবে। আমরা যারা নির্বাচিত জনপ্রতিনিধি, তাদের কারোরই ভাত-কাপড়ের অভাব নেই। কাজেই কোনো ধরনের অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না।
সভায় উপস্থিত ছিলেন- কমিটির সদস্য ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিনের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন- পরিষদের নির্বাচিত সদস্য আব্দুল জলিল মাসুদ (সদর), সদস্য মো. আব্দুস সালাম (শিবগঞ্জ), সদস্য মো. কবির খান (গোমস্তাপুর), সদস্য তারিক-উজ-জামান সুমন (নাচোল), সংরক্ষিত সদস্য তাসলিমা বেগম ও সংরক্ষিত সদস্য সাবিহা শবনম কেয়া, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. সুজাউল ইসলাম, উপসহকারী প্রকৌশলী আব্দুল ওয়াহিদসহ কমিটির অন্য সদস্যবৃন্দ। পরে এসে যোগ দেন শিবগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কিবরিয়া।
সভায় পরিষদের গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়ন এবং পরিষদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।