চাঁপাইনবাবগঞ্জে আসছেন এনসিপি নেতারা

জুলাই গণ-অভ্যুত্থান’ এর বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক এ কর্মসূচি চলবে ১ থেকে ৩০ জুলাই পর্যন্ত।

চাঁপাইনবাবগঞ্জে আসছেন এনসিপি নেতারা

চাঁপাই প্রেস ডেস্ক:জুলাই গণ-অভ্যুত্থান’ এর বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক এ কর্মসূচি চলবে ১ থেকে ৩০ জুলাই পর্যন্ত।

কর্মসূচীর অংশ হিসেবে আগামীকাল (৬ জুলাই) রবিবার ‘জুলাই পদযাত্রায়’ অংশ নিতে চাঁপাইনবাবগঞ্জে আসছেন এনসিপি’র কেন্দ্রীয় নেতারা। এ দিন সকাল ১১:৩০ মিনিটে নবাবগঞ্জ সরকারি কলেজ গেটে এনসিপি নেতাদের অবস্থান করার কথা রয়েছে।

পদযাত্রায় এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন সহ সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, তাসনিম জারা, সামান্তা সারমিনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির চাঁপাইনবাবগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত, কেন্দ্রীয় সদস্য, প্রচার ও প্রকাশনা সেল সম্পাদক আসিফ মোস্তফা জামাল (নেহাল)।

তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জে জুলাই আন্দোলনের প্রাণ কেন্দ্র শান্তি মোড় থেকে কলেজ চত্বর (সেন্টু মার্কেট এর সামনে) পর্যন্ত আমাদের পায়ে হেঁটে দেশ গড়তে জুলাই পদযাত্রা হবে। কলেজ চত্বরে অনুষ্ঠিত হবে পথসভা।

পদযাত্রাটি চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তি মোড়-বাতেন খাঁ মোড়-নিমতলা মোড়-বড় ইন্দারা মোড়-গাবতলা মোড়-মার্কেট চত্বর হয়ে নবাবগঞ্জ সরকারি কলেজ চত্বরে শেষ হবে।