চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নূরুল ইসলাম বুলবুল।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নূরুল ইসলাম বুলবুল।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো: শাহাদাত হোসেন মাসুদের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এর আগে মনোনয়ন ফরম সংগ্রহের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেন নূরুল ইসলাম বুলবুল। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় নূরুল ইসলাম বুলবুল বলেন, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
পাশাপাশি প্রার্থীসহ কর্মী ও ভোটারদের নিরাপত্তা দেয়ারও দাবি জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমীর মাওলানা আবুজার গিফারী, জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আবু বাক্কার, জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, জেলা জামায়াতের সাবেক আমীর ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোঃ নজরুল ইসলামসহ জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।




