শিবগঞ্জে ফেনসিডিলসহ ২ জন গ্রেফতার
শিবগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুজন গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীহাটি এলাকায় অভিযান চালিয়ে ১২১ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার নওদাপাড়ার মো. তসলিম মন্ডলের ছেলে মো. কায়েম আলী (৩০) ও কানসাট গোপালনগর গ্রামের মো. ওমর ফারুকের ছেলে মো. লিটন (৩১)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গত বুধবার রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে রানীহাটি এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানে ১২১ বোতল ফেনসিডিল এবং ১টি মোটরসাইকেল ও ৩টি মোবাইল ফোনসহ মো. কায়েম আলী ও মো. লিটনকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে জেলার শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
এর আগেও তাদের নামে একাধিক মাদক মামলা রয়েছে বলে র্যাব জানিয়েছে।