শিবগঞ্জে পাঁচ প্রতিবন্ধী শিশু পাবে শিক্ষা উপবৃত্তি
শিবগঞ্জে পাঁচজন প্রতিবন্ধী শিশু পাবে শিক্ষা উপবৃত্তি ওই পাঁচ শিশুকে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সিএসপিবি প্রকল্পের কেস ম্যানেজমেন্টের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করেন উপজেলা নির্বাহী অফিসার
 
                                চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাঁচজন প্রতিবন্ধী শিশু পাবে শিক্ষা উপবৃত্তি। রবিবার দুপুরে শিশুদের অভিভাবকরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গেলে ওই পাঁচ শিশুকে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সিএসপিবি প্রকল্পের কেস ম্যানেজমেন্টের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হায়াত।
এর প্রেক্ষিতে শিশু সুরক্ষা সমাজকর্মী সেনারুল ইসলামকে এই শিশুদের নিয়ে আসার নির্দেশনা প্রদান করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। তিনি জানান, বিদ্যমান শিশু সুরক্ষা কার্যক্রম পরিবীক্ষণের লক্ষে কেস ম্যানেজমেন্ট ডাটাবেজ তৈরি করে প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা প্রদান করা হবে। এছাড়া নারী ও শিশুদের প্রতি সহিংসতা, নির্যাতন এবং শোষণ প্রতিরোধকল্পে ইতিবাচক ও সহায়ক সামাজিক আদর্শের অনুশীলন, উন্নয়ন ও সুদৃঢ় করা হবে। তাছাড়াও সামাজিক সুরক্ষামূলক কার্যক্রমে দরিদ্র এবং নির্যাতিত পরিবারের নারী, শিশু ও যুব সম্প্রদায়ের অভিগম্যতার উন্নতি সাধনের মাধ্যমে নির্যাতন, সহিংসতা এবং শোষণের প্রকোপ কমিয়ে আনা হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন- বিনোদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন, মোবারকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক হায়দারী ও বীর মুক্তিযোদ্ধাসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
সুবিধাবঞ্চিত শিশুরা হলো- উপজেলার দুর্লভপুর ইউনিয়নের বারোরশিয়া গ্রামের জাহির হোসেনের ছেলে আবদুর রহমান, শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের তরিকুল ইসলামের মেয়ে ইভা মনি, মনাকষা নামোটোলা গ্রামের ইউসুফ আলীর ছেলে জিহাদ আলী, শ্যামপুর ইউনিয়নের উমরপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে আরমান আলী ও মনাকষা ইউনিয়নের শ্যামপুর গ্রামের রেহমানের মেয়ে আঁখি খাতুন।
 
                        



 
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
 
    
 
    
 
    
 
    
 
    
                                        
                                     
    
 
    
 
    
 
    
