চাঁপাইনবাবগঞ্জে মানবাধিকার বিষয়ে গণসচেতনতায় সম্মেলন
মানবাধিকার বিষয়ে গণসচেতনতার লক্ষে সম্মেলন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে
মানবাধিকার বিষয়ে গণসচেতনতার লক্ষে সম্মেলন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। শনিবার সকালে নবাবগঞ্জ সরকারী কলেজ মিলনায়তনে এই সম্মেলন হয়।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ ও জাতিসংঘ আপিল আদালতের সাবেক বিচারপতি ডক্টর মোঃ শাহজাহান।
সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।
স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী বিভাগীয় প্রতিনিধি এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড. মোয়াজ্জেম হোসেন মেহেদী। বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মাযহারুল ইসলাম তরু, দৈনিক ইত্তেফাক এর প্রতিনিধি প্রবীন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মোঃ তসলিম উদ্দিন, সাপ্তাহিক সোনামসজিদের সম্পাদক মোহাঃ জোনাব আলীসহ অন্যরা।
এসময় কলেজের শিক্ষকগণ,শিক্ষার্থী,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।