একুশের প্রথম প্রহরে জেলা প্রশাসন ও পুলিশ সুপার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহিদদের সম্মরণ করছেন জেলাবাসী

একুশের প্রথম প্রহরে জেলা প্রশাসন ও পুলিশ সুপার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন

চাঁপাইনবাবগঞ্জে ২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহিদদের সম্মরণ করছেন জেলাবাসী।

বুধবার ২১ ফেব্রুয়ারি রাতের প্রথম প্রহরে নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গনে কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমে মাহবুবু-উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিছুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এরপর শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার মো. ছাইদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবুল কালাম সাহিদ,অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপস) সহ অনান্যকর্মকর্তাবৃন্দ,বীরমুক্তযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদসহ বীর মুক্তিযোদ্ধাগণ, সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুনের নেতৃত্বে সদর উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মো. মোখলেসুর রহমানসহ কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন ও জেলা পরিষদ সদস্য আব্দুল জলিল, নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রামানিকের নেতৃত্বে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ, নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমানের নেতৃত্বে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ, নির্বাহী প্রকৌশলী এ.এম. ইফতেখার মজিদের নেতৃত্বে গণপূর্ত বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ এর উপপরিচালক ড. পলাশ সরকারের নেতৃত্বে কৃষি বিভাগ, উপপরিচালক মোহাম্মদ আনিসুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমানের নেতৃত্বে জেলা মৎস্য অফিস, সভাপতি মোখলেসুর রহমান, সাধারণ সম্পাদক সোহেল আব্দুল্লাহ ও সাংগঠনিক সম্পাদক রোকন-উজ্জামানের নেতেৃত্বে বৃঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ জেলা শাখা, সভাপতি কামলা সুকরানা ও সাধারণ সম্পাদক মেহেদি হাসানের নেতৃত্বে সিটি প্রেস ক্লাব চাঁপাইনবাবগঞ্জসহ জেলা পর্যায়ের সকল দপ্তর, নবাবগঞ্জ সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। ।

এদিকে সকালে বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান প্রভাতফেরি করে নবাবগঞ্জ সরকারি কলেজের কেন্দ্রেীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানান সিনিয়র জেলা ও দায়রা জজ মোহা. আদীব আলী ও চিপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শিপন কুমার মোদকসহ অন্যান বিচারকগণ, অ্যাডভোকেট নাজমুল আজম ও একরামুল হক পিন্টুসহ অন্যান্য আইজীবীগণ। এদিকে দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, বিকেলে আলোচনা, চিত্রাঙ্কন, রচনা, ভাষার গানসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে।