ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বোরো হাইব্রিড ধানের বীজ বিতরণ

বিঘা জমির জন্য ২ কেজি করে আধুনিক হাইব্রিড জাতের ধানের বীজ বিনামূল্যে দেয়া হচ্ছে

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বোরো হাইব্রিড ধানের বীজ বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪ হাজার ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে রবি মৌসুমে বোরো হাইব্রিড ধানের বীজ বিনামূল্যে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা কৃষি অফিস চত্বরে উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার আনিসুল হক মাহমুদসহ অন্যরা।

প্রত্যেক কৃষককে এক বিঘা জমির জন্য ২ কেজি করে আধুনিক হাইব্রিড জাতের ধানের বীজ বিনামূল্যে দেয়া হচ্ছে।