চাঁপাইনবাবগঞ্জে কলেজের ভেতর দিয়ে রাস্তা অধিগ্রহণ বন্ধের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের শাহনেয়ামতুল্লাহ কলেজের সীমানা প্রাচীর ভেঙে কলেজের লিজকৃত জমির মধ্য দিয়ে রাস্তা অধিগ্রহণ বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে শিক্ষক-শিক্ষার্থীরা।

চাঁপাইনবাবগঞ্জে কলেজের ভেতর দিয়ে রাস্তা অধিগ্রহণ বন্ধের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের শাহনেয়ামতুল্লাহ কলেজের সীমানা প্রাচীর ভেঙে কলেজের লিজকৃত জমির মধ্য দিয়ে রাস্তা অধিগ্রহণ বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে শিক্ষক-শিক্ষার্থীরা। রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে কলেজের ভেতর দিয়ে রাস্তা নির্মাণের তীব্র প্রতিবাদ জানায় শিক্ষক-শিক্ষার্থীরা।

এসময় বক্তারা বলেন, কতিপয় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের চক্রান্তে কলেজের সীমানা প্রাচীর ভেঙে কলেজের ভেতর দিয়েই রাস্তা করার চেষ্টা করা হচ্ছে। এনিয়ে অধিগ্রহণের কাজ শুরু করেছে প্রশাসন। কলেজের ভেতর দিয়ে রাস্তা হলে শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হবে। তাই দ্রুত এই সীধান্ত থেকে সরে আসার আহ্বন জানান তারা।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। কলেজের সহকারী অধ্যাপক মো. নুরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক মাহফুজুল হাসান ডন, প্রভাষক নওসাবাহ নওরীন নেহা, মুহাম্মদ ফারহাত হোসাইন, চাঁপাইনবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাহিম, শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের শিক্ষার্থী আবু বক্কর, নওয়াব শরীফ মারুফ, উৎস আসিফসহ অন্যান্যরা।