শাহজাহানপুর ইউনিয়নে মতবিনিময় সভা

উন্নয়নের ধারা বজায় রাখতে নৌকায় ভোট দিন এমপি আব্দুল ওদুদ

শাহজাহানপুর ইউনিয়নে মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১০নং শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পর্যায়ে সরকারের সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ এমপি।

উপকারভোগীদের উদ্দেশ্যে এমপি ওদুদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির সূর্যসন্তানদের জন্য চালু করেছেন মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী দেশের অসহায় মানুষদের কথা ভেবে বিধবা, বয়স্ক, স্বামী নিগৃহীতা, মাতৃত্বকালীন ভাতাসহ নানান ধরনের ভাতা দিচ্ছেন।

আব্দুল ওদুদ বলেন, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে ১৯৯৬ সালে সরকার গঠনের পর কমিউনিটি ক্লিনিক করেছিলেন প্রধানমন্ত্রী, যা পরবর্তীতে বিএনপি-জামায়াত জোট সরকার বন্ধ করে দিয়েছিল। ২০০৮ সালের নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের পর বঙ্গবন্ধু কন্যা আবার সেসব চালু করেন। এমন কোনো পরিবার নেই, যে পরিবার কোনো না কোনো ভাতা পায় না।

ওদুদ বলেন, সামনে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগ যদি সরকার গঠন করতে না পারে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রী হতে না পারেন তাহলে এই ভাতা বলেন আর কমিউনিটি ক্লিনিক বলেন, উন্নয়ন বলেন সব বন্ধ হয়ে যাবে। তাই এই সরকারের ধারাবাহিকতা বজায় রাখতে মুক্তিযুদ্ধের চেতনা অন্তরে লালন করে আবারো নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করতে হবে।

এসময় তিনি বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজের চিত্র তুলে ধরেন।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম শাহনেওয়াজ অপু, দেবীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফাইজার রহমান কনক, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার, ইউনিয়ন যুবলীগের সভাপতি সিরাজুল ইসলামসহ অন্য নেতৃবৃন্দ।

এর এক ফাঁকে আব্দুল ওদুদ শাহজাহানপুর ও আলাতুলি ইউনিয়নের বিদ্যালয় ভবন নির্মাণ ও রাস্তা রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন করেন।