বিমানের গিয়ারে চেপে কাবুল থেকে দিল্লি কিশোরের অবিশ্বাস্য যাত্রা
আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে এক অবিশ্বাস্য ঘটনা। বিমানের ল্যান্ডিং গিয়ারে চেপে কাবুল থেকে নয়াদিল্লি চলে এসেছে মাত্র ১৩ বছরের এক আফগান কিশোর।

আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে এক অবিশ্বাস্য ঘটনা। বিমানের ল্যান্ডিং গিয়ারে চেপে কাবুল থেকে নয়াদিল্লি চলে এসেছে মাত্র ১৩ বছরের এক আফগান কিশোর।
রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর এই কিশোরকে প্রথম দেখতে পান বিমানবন্দরের এক কর্মী। পরবর্তীতে তাকে নিজেদের জিম্মায় নেয় কর্তৃপক্ষ
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সোমবার স্থানীয় সময় সকাল ১১টা ১০ মিনিটে কাবুল থেকে আসা কেএএম এয়ারলাইন্সের আর কিউ-৪৪০১ নম্বর ফ্লাইট দিল্লিতে অবতরণ করে। উড়োজাহাজ পুরোপুরি থামার পর ল্যান্ডিং গিয়ারে বসে থাকা অবস্থায় দেখা মেলে ওই কিশোরের।
কিশোরটির বাড়ি আফগানিস্তানের কুন্দুজ শহরে হলেও বর্তমানে সে কাবুলে বসবাস করছে। তার ভাষ্যমতে, কেবল কৌতূহলবশতই সে ল্যান্ডিং গিয়ারে উঠে বসেছিল। কিন্তু বিমান চলতে শুরু করার পর আর লাফিয়ে নামার সাহস করেনি।
প্রায় দুই ঘণ্টার ভয়াবহ ঝুঁকিপূর্ণ এই যাত্রা শেষে কিশোরটিকে নিরাপদে পাওয়া গেলেও বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তবে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে তাকে কেএএম এয়ারলাইন্সের ফিরতি ফ্লাইটে কাবুলে পাঠানো হয়েছে।
সূত্র : এনডিটিভি