চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় মাদকের ভয়াবহ আগ্রাসন রোধকল্পে মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদন: চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় মাদকের ভয়াবহ আগ্রাসন রোধকল্পে মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে নবাবগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়াম রুমে এ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল আউয়াল,চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন, চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের ক- সার্কেলের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদারসহ ছাত্র-ছাত্রীবৃদ।