শাহ নেয়ামতুল্লাহ কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ 

চাঁপাইনবাবগঞ্জের অন্যতম বিদ্যাপীঠ শাহ নেয়ামতুল্লাহ কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪ এর পুরস্কার বিতরণ করা হয়েছে

শাহ নেয়ামতুল্লাহ কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ 

চাঁপাইনবাবগঞ্জের অন্যতম বিদ্যাপীঠ শাহ নেয়ামতুল্লাহ কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার সকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ।

এসময় তিনি বলেন- আপনারা কলেজটি জাতীয়করণ করা থেকে শুরু করে অ্যাকাডেমিক ও হোস্টেলসহ আমার কাছে অনেক কিছু চেয়েছেন। সবই করে দেয়া হবে, তবে শর্ত একটাই পরীক্ষার ফলাফল ভালো করতে হবে। তিনি বলেন- চাঁপাইনবাবগঞ্জকে সুন্দর করতে ১০০ কোটি টাকার বরাদ্দ চেয়ে ছোট-বড় অনেক প্রকল্প জমা দিয়েছি। আশা করছি, অচিরেই এগুলো একনেকে পাস হবে। পাস হলে বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ শহরের চেহারা পাল্টে যাবে।

কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কলেজটির গভর্নিং বডির সভাপতি ও বালুগ্রাম আদর্শ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সাইদুর রহমান, নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্য প্রফেসর সুলতানা রাজিয়া। সূচনা বক্তব্য দেন- কলেজটির ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুল হাসান।

সংসদ সদস্য আব্দুল ওদুদ সকলের উদ্দেশ্যে বলেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নে নিরলসভাবে কাজ কের যাচ্ছেন তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের সমালোচনা করার অধিকার সকলেরই আছে। তবে সেই সমালোচনা হতে হবে গঠনমূলক। অকারণে সরকারের বদনাম করবেন না।

সেই ছোটবেলায় বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন ছাত্রলীগ করার অপরাধে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে ২৯ দিন কারাভোগ করতে হয়েছে উল্লেখ করে আব্দুল ওদুদ বলেন- বঙ্গবন্ধু ইসলামের প্রচার ও প্রসারের জন্য ইসলামিক ফাউন্ডেশন করেছিলেন, মসজিদ তৈরি করেছিলেন, ইজতেমার ব্যবস্থা করেছিলেন। বঙ্গবন্ধুর পথ অনুসরণ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সারাদেশে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করে দিয়েছেন। অন্যদিকে বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকলীন ইসলামের জন্য কিছুই করেনি। মাদ্রাসা শিক্ষাকে অধিক গুরুত্ব দিয়েছেন।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গম্ভীরা পরিবেশন করেন মাহবুবুল আলম ও ফাইজুর রহমান মানিসহ চাঁপাই গম্ভীরা দলের সদস্যরা। শেষে পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য, সংসদ সদস্যের কাছে একটি ১০০ শয্যার হোস্টেল, একটি চারতলা অ্যাকাডেমি ভবন ও শাহ নেয়ামতুল্লাহ কলেজকে জাতীয়করণসহ বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক উম্মে নাহার সাউদা চৌধুরী ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক বিলকিস আরা বানু।