জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৪ উদযাপন
স্থানীয় সরকারই হবে স্মার্ট বাংলাদেশের ভিত্তি। এজন্য স্থানীয় সরকারে যারা কাজ করছেন তাদেরকে স্মার্ট হতে হবে স্থানীয় সরকার ব্যবস্থাকেই স্মার্ট করে তুলতে হবে।
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন বলেছেন, স্থানীয় সরকারই হবে স্মার্ট বাংলাদেশের ভিত্তি। এজন্য স্থানীয় সরকারে যারা কাজ করছেন তাদেরকে স্মার্ট হতে হবে, স্থানীয় সরকার ব্যবস্থাকেই স্মার্ট করে তুলতে হবে।
মঙ্গলবার জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
‘স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক আরো বলেন- এই জেলা প্রান্তিক হলেও গর্ব করার মতো এই জেলায় অনেক কিছু আছে। অন্তর্ভুক্তিমূলক স্থানীয় সরকারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আমরা দুই বছর মেয়াদি স্থানীয় সরকার অ্যাওয়ার্ড চালু করেছিলাম। তাতে অনেক কাজ হয়েছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে শুরু করে সদস্য, গ্রামপুলিশ সকলেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তিনি পৌরসভা ও ইউনিয়ন পরিষদগুলোর ওয়ার্ডসভার ওপর গুরুত্বারোপ করে বলেন, উন্নয়ন কর্মকা-সহ সকল কাজ ওয়ার্ডসভার মাধ্যমে হতে হবে। তাহলে স্বচ্ছতা ও জবাবদিহিতা তৈরি হবে।
জেলা প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ২১০০ সালের বাংলাদেশের যে ডেল্টা প্ল্যান বা বদ্বীপ পরিকল্পনা করেছেন, সে বদ্বীপ পরিকল্পনার সবচেয়ে বড় তিনটি গুণ হলো- ২০৩০ সালের মধ্যে অতিদারিদ্র্য বিমোচন, ২০৩০ সালে মধ্যম আয়ের দেশে যাওয়া এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ মানের দেশ অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশের কথা বলেছেন, সে স্মার্ট বাংলাদেশে প্রবেশ করা। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ তখনই হবে, যখন আমাদের প্রান্তিক পর্যায়ে সকল নাগরিক স্মার্ট হিসেবে গড়ে উঠবে।
এ কে এম গালিভ খাঁন বলেন, চাঁপাইনবাবগঞ্জে যে স্থানীয় সরকার রয়েছে, তারা অত্যন্ত আন্তরিক বলে আমি মনে করি। আমি গর্ব করে বলতে পারি, যে কোনো প্রকল্প বাস্তবায়নে যে আন্তরিকতা এবং প্রকল্প বাস্তবায়নের যে হার এটি গর্ব করার মতো।
স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁওয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. রুহুল আমিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবুল কালাম সাহিদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মো. মোখলেসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রামানিক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অমিত সরকার, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শহীদুল হুদা অলক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকন উজ-জামান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র নাজনীন ফাতেমা জিনিয়া।
অনুষ্ঠানে ২০২৩ সালের চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার তিনজন সেরা করদাতাকে ক্রেস্ট দিয়ে সম্মান এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সেরা তিনজন করদাতা হলেন- আবদুল্লাহ আল মাসুদ সাগর, ইশরাত জাহান ও এরফান আলী।
অনুষ্ঠানে জেলার সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
এর আগে, সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ সাটু কমপ্লেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় মিলিত হয়।
গোমস্তাপুর প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও রহনপুর পৌরসভার আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে র্যালিটি রহনপুর উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদিক্ষণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা।
প্রধান অতিথির বক্তব্য দেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ূন রেজা। এছাড়া উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সুলতানুল ইমাম, সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলাম, রহনপুর পৌর নির্বাহী কর্মকর্তা খাইরুল হক, প্যানেল চেয়ারম্যান জাহানারা পারভীনসহ পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীরা।
নাচোল প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলেও জাতীয় স্থানীয় সরকার দিবস উদ্যাপিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নাচোল উপজেলা প্রশাসন ও নাচোল পৌরসভা দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। প্রধান অতিথির বক্তব্য দেন- উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান ঝালু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম, উপজেলা প্রকৌশলী সাহিনুল ইসলাম, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েম, পৌরসভার লাইসেন্স পরিদর্শক আহসান হাবিব।
ভোলাহাট প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার সকালে এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির। অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলী, ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পিয়ার জাহান, উপজেলা প্রকৌশলী আছহাবুর রহমান, মৎস্য অফিসার মু. ওয়ালিউর রহমান।