চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৪ উদ্যাপন

২০২২ সালের জনশুমারি অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ জেলায় সাক্ষরতার গড় হার ৭২ শতাংশ। এর মধ্যে সদর উপজেলায় ৭৪.১৭, শিবগঞ্জ উপজেলায় ৬৯.৯৯, গোমস্তাপুর উপজেলায় ৭০.৪৭, নাচোল উপজেলায় ৭৩.৫৮ ও ভোলাহাট উপজেলায় ৭৪.১৭ শতাংশ।

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৪ উদ্যাপন

‘স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান’- এই স্লোগনাকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৪ উদ্যাপন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম।

জেলা পরিসংখ্যান অফিসের ভারপ্রাপ্ত উপপরিচালক খালেদ রাশেদুল হাসান খান আলোচনা সভায় দেশের এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল তথ্য উপস্থাপন করেন। তিনি জানান, ২০২২ সালের জনশুমারি অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ জেলায় সাক্ষরতার গড় হার ৭২ শতাংশ। এর মধ্যে সদর উপজেলায় ৭৪.১৭, শিবগঞ্জ উপজেলায় ৬৯.৯৯, গোমস্তাপুর উপজেলায় ৭০.৪৭, নাচোল উপজেলায় ৭৩.৫৮ ও ভোলাহাট উপজেলায় ৭৪.১৭ শতাংশ।

তিনি আরো জানান,জেলায় ১৫ বছর বা তার বেশী বয়সী মোবাইল ব্যবহারকারী রয়েছেন ৬৬.০৫ শতাংশ এবং ইন্টারনেট ব্যবহারকারী রয়েছেন ২৪.৩৬ শতাংশ মানুষ। জেলায় কর্মে নিয়োজিত মোট জনসংখ্যা ৫ লাখ ৩২ হাজার ১৩৪ জন এবং কর্মহীন রয়েছেন ৫ লাখ ৫৪ হাজার ৩৫ জন। কর্মে নিয়োজিতদের মধ্যে ২ লাখ ৮৩ হাজার ৩৭২ জন কৃষিতে, ৪০ হাজার ১২৭ জন শিল্পে এবং ২ লাখ ৮ হাজার ৬৩৫ জন সেবা খাতে। রেমিটেন্স গ্রহণকারী খানা রয়েছে ২৮ হাজার ৪৯৩টি। এর মধ্যে শহরে ১২ হাজার ৪২১ ও পল্লীতে ১৬ হাজার ৭২ জন।

তিনি আরো জানান, জেলার মোট জনসংখ্যা হচ্ছে ১৮ লাখ ৩৫ হাজার ৫২৮ জন। এর মধ্যে ভোলাহাট উপজেলায় ১ লাখ ১৩ হাজার ৩১৪ জন, গোমস্তাপুর উপজেলায় ৩ লাখ ৪ হাজার ১৭৪ জন, নাচোল উপজেলায় ১ লাখ ৬৭ হাজার ৬৭২ জন, সদর উপজেলায় ৫ লাখ ৮৩ হাজার ৪২৩ জন ও শিবগঞ্জ উপজেলায় ৬ লাখ ৬৬ হাজার ৮৬৯ জন।

শিবগঞ্জ : শিবগঞ্জ উপজেলায় জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের যৌথ আয়োজনে মঙ্গলবার সকালে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা পরিসংখ্যান অফিসার মনিরুল ইসলামের সঞ্চালনায় ও সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- শিবগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. শাহাদাত হোসেনসহ অন্য অফিসারবৃন্দ।