ভলান্টিয়ার ফর বাংলাদেশ'র উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে মাতৃভাষা দিবস পালন
ভলান্টিয়ার ফর বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ জেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিভিন্ন আয়োজনে পালন করা হয়েছে
ভলান্টিয়ার ফর বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জ জেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিভিন্ন আয়োজনে পালন করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ কালেক্টরেট ইংলিশ স্কুলে চতুর্থ শ্রেণিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আমাদের "ভাষাকে জানি" ইভেন্টের আয়োজন করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতাও হয়। এতে তাদের ছবিতে দেশ, প্রকৃতির রূপ ফুটে উঠে। বিজয়ীদের মাঝে চিত্রাঙ্কন সামগ্রী এবং চকোলেট বিতরণ করা হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় ভলান্টিয়ার ফর বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ জেলার সেচ্ছাসেবক আবু সালেক, শামসুজ্জামান রোকন, আমানুল্লাহ আমান মারুফ হাসান এবং সিমা খাতুন উপস্থিত ছিলেন।
ভলান্টিয়ার ফর বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রকল্প কর্মকর্তা মো. আবু সালেক এর নেতৃত্বে এই ইভেন্টটি সম্পন্ন হয়। ১৯ ফেব্রুয়ারি সকাল সাড় ৯ টায় শুরু হয় এ কার্যক্রম।
শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা বক্তব্য, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ, ২১ শে ফেব্রুয়ারী নিয়ে কথা বলে ভবিষ্যতের পরিকল্পনা সর্বশেষ শিক্ষকদের সহযোগিতা স্বীকার তাদেরকে ধন্যবাদ জানানোর মাধ্যমে দুপুরে এই আয়োজন শেষ হয়।
ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) চাঁপাইনবাবগঞ্জ জেলার যুবক, তরুনদের এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত হওয়ার আহবান জানিয়েছে। দেশের জেলার বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজের পাশাপাশি নিজের দক্ষতা উন্নয়ন পারস্পরিক সম্পর্ক তৈরি ছাড়াও ভবিষ্যতে নিজের ক্যারিয়ারকে আরও শক্তিশালী করতে এই প্রতিষ্ঠান যথোপযুক্ত।
উল্লেখ্য, ভলান্টিয়ার ফর বাংলাদেশ বাংলাদেশের বৃহত্তম সেচ্ছাসেবী সংগঠন। এটি বাকি জেলাগুলোর মত চাঁপাইনবাবগঞ্জেও ২০২২ সাল থেকে কাজ করে যাচ্ছে। বিভিন্ন সামাজিক উন্নয়ন, শিক্ষা, সাস্থ্য,জলবায়ু ছাড়াও এসডিজি বাস্তবায়নে সারা দেশ জুড়ে কাজ করছে। চাঁপাইনবাবগঞ্জে এটি জেলা বোর্ডের তত্বাবধানে পরিচালিত হচ্ছে।