চাঁপাইনবাবগঞ্জে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে সুচেন রবিদাশ নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জে সুচেন রবিদাশ (৬৮) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহসড়কের মহারাজুপর মেলার মোড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মারা যাওয়া ব্যক্তি জেলার সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মহারাজপুর বাবুর বাগান গ্রামের মৃত ঝডু রবিদাশের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, সুচেন রবিদাশ পেশায় মুচি ছিলেন এবং উচ্চ রক্তচাপজনিত অসুখে ভূগছিলেন। বুধবার দিবাগত গভীর রাতে ওষুধ কেনার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।
বৃহস্পতিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হতে পারে।