চাঁপাইনবাবগঞ্জে ৭টি স্থানে মহানন্দা নদীর তীর সংরক্ষণ কাজের উদ্বোধন

তিন কোটি টাকা ব্যয়ে মহানন্দা নদীর তীর সংরক্ষণ কাজের উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ

চাঁপাইনবাবগঞ্জে ৭টি স্থানে মহানন্দা নদীর তীর সংরক্ষণ কাজের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে ৭টি স্থানে মহানন্দা নদীর তীর সংরক্ষণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ ফলক উন্মোচনের মাধ্যমে এসব কাজের উদ্বোধন করেন।

এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবন এলাকায় ৫৪ লাখ টাকা ব্যয়ে ৯৫ মিটার, চাঁপাইনবাবগঞ্জর পৌরসভার নামোনিমগাছি এলাকায় একটি স্থানে ২৪ লাখ টাকা ব্যয়ে ৪৫ মিটার ও একটি স্থানে ২৭ লাখ টাকা ব্যয়ে ৫০ মিটার, ৫৩ বিজিবি সদর দপ্তর এলাকায় ৫৫ লাখ টাকা ব্যয়ে ৯০ মিটার,পলশা স্কুল সংলগ্ন এলাকায় ৪৫ লাখ টাকা ব্যয়ে ১০০ মিটার এবং সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের আনসারের ঘাট এলাকায় ৬৫ লাখ টাকা ব্যয়ে ৭০ মিটার ভাঙন প্রতিরোধে নদী তীর সংক্ষণ কাজ রয়েছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের হুজরাপুর জামে মসজিদ সংলগ্ন এলাকায় ২২ লাখ টাকা ব্যয়ে একটি সিঁড়িঘাট নির্মাণ করা হবে।

এসব কাজ উদ্বোধনকালে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমানসহ সংশ্লিষ্ট এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।