ভোলাহাটে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় আম গাছ থেকে পড়ে কুরবান আলী নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

ভোলাহাট প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় আম গাছ থেকে পড়ে কুরবান আলী নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার ভোলাহাট সদর ইউনিয়নের জাদুনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কুরবান আলী ওই গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, সকালে আম গাছে উঠে ডাল কাটতে গিয়ে পড়ে গুরুতর আহত হন কুরবান আলী। পরে স্থানীয়রা উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।