চাঁপাইনবাবগঞ্জ জেলায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত
ছাত্র ছাত্রীদের মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিক্ষা দিন তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় এবং বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলুন
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রচার, র্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি বাস্তবায়নের মধ্যদিয়ে চাঁপাইনবাবগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। বৃহস্পতিবার জেলা ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠান এসব কর্মসূচির আয়োজন করে। প্রতিনিধিদের পাঠানো সংবাদ।
নিজস্ব প্রতিবেদক : সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেনÑ চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ।
জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আব্দুল ওদুদ বলেন, এই ৭ মার্চের ভাষণের কারণেই আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। ৩০ লাখ মানুষ জীবন দিয়ে একটি স্বাধীন দেশ, একটি পতাকা, একটি মানচিত্র দিয়েছেন। ২ লাখ মা-বোন সম্ভ্রম হারিয়েছেন।
অনেকের উদ্ধৃতি হিসেবে আব্দুল ওদুদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে অনেকেই বলেন একটি কবিতা, এটি একটি সাহিত্য. এটি একটি দিকনির্দেশনা, এই ভাষণ নিয়ে সারাবিশে^ গবেষণাও চলছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা ছাত্র-ছাত্রীদের মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিক্ষা দিন। তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় এবং বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মো. ছাইদুল হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদসহ বিশিষ্ট ব্যক্তিগণ।
পরে দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
বক্তারা ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, মহান মুক্তিযুদ্ধ, নয় মাসের রক্তক্ষয়ী যুুদ্ধ, স্বাধীনতা অর্জন এবং বঙ্গবন্ধুর কর্মময় জীবনের ওপর বিস্তারিত আলোচনা করেন।
শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সংলগ্ন স্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, উপজেলা নির্বাহী অফিসার এ,এফ,এম আবু সুফিয়ান, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগমসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা। এছাড়া শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে মুজিব ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলুর রশিদ সনু। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির মধ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ৭ মার্চের ভাষণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তর ও সামাজিক সংগঠন। পরে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা।
প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ূন রেজা। অন্যদের মধ্যে বক্তব্য দেনÑ উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহ, নারী ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, তাজুল ইসলাম সোনার্দী, সাবেক কমান্ডার মোস্তফা কামাল, সাবেক অধ্যক্ষ মহসিন আলী, জেলা পরিষদের সাবেক সদস্য হালিমা খাতুনসহ অন্যরা। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
ভোলাহাট : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে। প্রশাসনের পক্ষে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আঞ্জুমান আরা।
প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির। উপস্থিত ছিলেন, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ সুমন কুমারসহ অন্যরা।
এছাড়াও উপজেলা পরিষদ মডেল মসজিদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।