চাঁপাইনবাবগঞ্জে ছাত্র-যুব উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ছাত্র-যুব উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে চাঁপাইনবাবগঞ্জে

চাঁপাইনবাবগঞ্জে ছাত্র-যুব উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ছাত্র-যুব উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফরম আয়োজিত উৎসবে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। শনিবার (২২ নভেম্বর) বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরাম এর সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের জামায়াত মনোনীত প্রার্থী, ঢাকা মহানগরের দক্ষিনের জামায়াতের আমীর নুরুল নূরুল ইসলাম বুলবুল।

অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ, ডাকসু ভিপি সাদিক কায়েম, রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, চাকসু ভিপি ইব্রাহিম রনি। স্বাগত বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের সহ-সভাপতি ও জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আবু বকর। বক্তব্য রাখেন মাওলানা চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমীর আবুজার গিফারী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের জামায়াত মনোনীত প্রার্থী, ড. কেরামত আলী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান,জামায়াতের রাজশাহী জোনের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও সহকারি পরিচালক অধ্যক্ষ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর সাবেক সদর উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমান। পূর্ব জেলা শিবির সভাপতি মোঃ সালাউদ্দিন, পশ্চিম জেলা শিবির সভাপতি মোঃ মামুন আলী, শহর শিবির সভাপতি আব্দুল আজিজ

প্রধান অতিথিসহ বক্তারা আগামী দিনে একটি শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তুলে চাঁপাইনবাবগঞ্জের সন্তানদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। চাঁপাইনবাবগঞ্জে কোন সন্ত্রাস, চাঁদাবাজ থাকবে না। কোন দূর্ণীতি চলতে দেয়া হবে না। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 'দাঁড়িপাল্লা'য় ভোট দিয়ে একটি শান্তিপূর্ণ চাঁপাইনবাবগঞ্জ জেলা ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহবান জানান। এর আগে বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তানদের সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অতিথিরা। এসময় জেলার হাজার হাজার জামায়াত নেতা-নেত্রী, ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উৎসবে ঢাকা ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। শেষে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।