কোরআন অবমাননার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল
নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল মহাগ্রন্থ আল কোরআনকে অবমাননা করায় চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল মহাগ্রন্থ আল কোরআনকে অবমাননা করায় চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জের সচেতন ছাত্র-জনতার আয়োজনে জেলাশহরের শান্তি মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য দেন— জুলাই যোদ্ধা সাদ হোসেন মোজাহিদ, জুলাই স্মৃতি ফাইন্ডেশনের আহ্বায়ক আব্দুল্লাহ আল হাদী, জুলাই যোদ্ধা মাহিন, ছাত্র মো. রবিউল, হাসান আলীসহ অন্যরা।
বক্তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কখনই অন্য ধর্মের প্রতি আঘাত করে না। ধর্ম নিয়ে অবমাননামূলক আচরণ সমাজে অস্থিরতা সৃষ্টি করে। মহাগ্রন্থ আল কোরআন অবমাননার জঘন্য দৃশ্য দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানের হৃদয়ে গভীরভাবে আঘাত করেছে। তাই এমন অপরাধের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। সরকারের উচিত, এই ধরনের ঘটনার পেছনের ইন্ধনদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনা।