শিবগঞ্জে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ে শহীদ আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শাখার আয়োজনে একটি দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

শিবগঞ্জে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ে শহীদ আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শাখার আয়োজনে একটি দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া এ ক্যাম্পে ৩ জন এমবিবিএস ডাক্তার দ্বারা ৩৬৮ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়।পাশাপাশি ৪৭৮ জন ব্যক্তির রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শাখার সভাপতি মামুন হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভূয়া,ছত্রাজিতপুর ইউনিয়নের আমির শফিকুল ইসলাম বাদল,ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলামসহ সচেতন সমাজের ব্যাক্তিবর্গ।

স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি ছিল মানবিক সহমর্মিতার এক অনন্য দৃষ্টান্ত।