চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ডেঙ্গুতে আরো ২২ জন আক্রান্ত
গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত
চাঁপাইনবাবগঞ্জে সিভিল সার্জন অফিসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে শনাক্ত হয়েছেন ১২ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন এবং নাচোলে ২ জন ও ভোলাহাটে ১ জন শনাক্ত হয়।
২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে শনাক্তদের মধ্যে ১ জনের বাড়ি গোদাগাড়ী, ১ জনের মনাকষা, ১ জনের মাঝপাড়া, ১ জনের মহারাজপুর, ১ জনের হাতনাবাদ, ১ জনের কানসাট, ১ জনের নবাবজায়গীর, ১ জনের লক্ষ্মীনারায়ণপুর, ১ জনের নামোশংকরবাটী, ১ জনের বটতলাহাট, ১ জনের মনাকষা, ১ জনের ইসলামপুর। এছাড়া শিবগঞ্জে শনাক্তদের মধ্যে ২ জনের বাড়ি শেরপুর ভা-ার, ১ জনের কানসাট, ১ জনের কালুপুর, ১ জনের রসুনচক, ১ জনের ভা-ার, ১ জনের নামোচাকপাড়া এবং নাচোলের ২ জনের মধ্যে ১ জনের বাড়ি আখিলা ও ১ জনের বাড়ি হামিদপুর। অন্যদিকে ভোলাহাটে শনাক্ত ব্যক্তির বাড়ি জয়রামপুর গ্রামে।
বর্তমানে জেলায় ১ শিশুসহ ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৪৫ জন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে বিভিন্ন বয়সের ১৮ জন পুরুষ ও ১১ নারীসহ ২৯ জন, শিবগঞ্জে ৬ নারী ও ৮ জন পুরুষসহ ১৪ জন এবং নাচোল ও ভোলাহাটে ১ জন করে পুরুষ রোগী ভর্তি আছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ৭ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।
সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭০ জন। এ পর্যন্ত ছাড়পত্র দেয়া হয়েছে ৭২৫ জনকে। ছাড়পত্রপ্রাপ্তদের মধ্যে ৫২০ জন পুরুষ এবং ২০৫ জন নারী রয়েছেন।
সোমবার সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে এইসব তথ্য জানানো হয়েছে।