চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৩ উপলক্ষে সংবাদ সম্মেলন
বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৩ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবে স্বনির্ভর আর্থ-সাামজিক উন্নয়ন সংস্থা’র সহযোগিতায় বাংলাদেশ তামাকবিরোধী জোট এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাসাস’র নির্বাহী পরিচালক আব্দুর রহিম। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ঢাকা বাস মাস্টার সমিতির সভাপতি শরিফুল ইসলাম, বাংলাদেশ সুইড প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষিকা সাহিদা খাতুন ও সমাজসেবী আতিকা খাতুন।
সংবাদ সম্মেলনে বলা হয়, সরকার ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করতে নানা কার্যক্রম হাতে নিয়েছে। অথচ তামাক কোম্পানিগুলো সরকারের জনস্বাস্থ্য রক্ষার এই মহৎ উদ্যোগকে ব্যাহত করছে। তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনকারীদের শাস্তির আওতায় আনার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, বিকল্প খাদ্য ফসল উৎপাদন ও বিপণনের সুযোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং টেকসই ও পুষ্টিকর ফসল চাষে তামাকচাষিদের উৎসাহিত করতে এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয় ‘তামাক নয়, খাদ্য ফলান।